মহানবী (সাঃ) এর গুরুত্বপূর্ণ কিছু পবিত্র হাদীস সমূহ(পর্ব-২) - Tech Support BD -->

বিজ্ঞাপন

মহানবী (সাঃ) এর গুরুত্বপূর্ণ কিছু পবিত্র হাদীস সমূহ(পর্ব-২)

আসসালামু আলাইকুম মুসলমান ভাই-বোনেরা,তোমরা সবাই কেমন আছ?
আল্লাহর রহমতে সবাই ভালোই আছ,
আজকে আমরা আলোচনা করবো আমাদের বিশ্বনবী রাসূল(সাঃ) এর কিছু গুরুত্বপূর্ণ হাদীস সমূহ নিয়ে,যা প্রত্যেক মুসলিম এর জানা দরকার:
১.যার দুটি দিন সমান গেলো,সে ক্ষতিগ্রস্ত হলো।অর্থ্যাৎ যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত কতে পারেনা,কিছুটা এগিয়ে নিতে পারেনা,সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে।(দায়লমী)
২.জান্নাতের চাবি হলো-“আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই”এ সাক্ষ্য দেয়া।(আহমদ)WizBD.Com

৩.তোমাদের মধ্যে ভালো মানুষ তারা,যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।(ইবনে মাজাহ)
৪.আল্লাহ সুন্দর!তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন।(সহীহ মুসলিম)
৫.যে আল্লাহকে ভয় করে,তার ধনী হওয়াতে দোষ নেই।(মিশকাত)
৬.বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো,তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবে না।(সহীহ বুখারী)
৭.যে আল্লাহকে ভয় করে,তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম।(মিশকাত)
৮.ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা।(তারগীব)
৯.যুলম করা থেকে বিরত থাকা।কেননা,কিয়ামতের দিন যুলম অন্ধকারের রূপ নেবে।(সহীহ মুসলিম)
১০.তুমি মুমিন হবে তখন,যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে,আর মন্দ কাজ দেবে মনোকষ্ট।(আহমদ)
 ১১.তোমাদের কেউ যখন উত্তেজিত হবে,সে যেনো অযু করে আসে।(আবু দাউদ)
১২.কোনো বান্দা ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না,যতোক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়।(তাগরীব)
 ১৩.ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও।(সহীহ বুখারী)
১৪.সব কাজের আসল কাজ হলো”ইসলাম”।(আহমদ)
১৫.সালাত জান্নাতের চাবি।(আহমদ)
তো মুসলমান ভাই ও বোনেরা সবাই আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবো।



from WizBD.Com https://ift.tt/2qEPeH3
via IFTTT

Related Posts

0 Response to "মহানবী (সাঃ) এর গুরুত্বপূর্ণ কিছু পবিত্র হাদীস সমূহ(পর্ব-২)"

Post a Comment