উইজবিডি ইউজারদের জন্য চালু করা হলো উইজবিডি মেসেঞ্জার গ্রুপ। - Tech Support BD -->

বিজ্ঞাপন

উইজবিডি ইউজারদের জন্য চালু করা হলো উইজবিডি মেসেঞ্জার গ্রুপ।

হ্যালো উইজবিডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুদিন ধরে খেয়াল করছিলাম যে উইজবিডি নিজের ওয়েবসাইটে যতটা জনপ্রিয় ফেইসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এর তেমন বিস্তার ঘটে নি। তার জন্য আমাদের একটি নতুন উদ্যোগ।

সাম্প্রতিক উইজবিডির কিছু লেখকগণ উইজবিডির জন্য একটি মেসেঞ্জার গ্রুপ তৈরী করার জন্য রিকোয়েস্ট করে যাতে করে উইজবিডি কমিউনিটি আরেকটু উন্মুক্ত হতে পারে। তাদের মতামতের ওপর প্রাধান্য দিয়েই মূলত আমরা উইজবিডির জন্য একটি মেসেঞ্জার গ্রুপ তৈরী করেছি। এখন থেকে আপনারা টেকনোলজি বিষয়ক যেকোনো প্রয়োজনে উইজবিডি ফেইসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ দুটোতেই যোগাযোগ করতে পারেন।

অনেকেই আজকাল প্রয়োজনে-অপ্রয়োজনে Admin দের ফেইসবুকে বা মেসেঞ্জার ইনবক্সে আসতে বলেন এবং অনাকাঙ্খিতভাবে যোগাযোগ করার চেষ্টা করেন। আবার কেও কেও যোগাযোগ করতে না পেরে হতাশ হয়ে যান। আশা করি এখন থেকে এমনটা আর হবে না। কেননা এখন উইজবিডি মেসেঞ্জার গ্রুপে আপনাদের সাথে সরাসরি কথা বলবে উইজবিডির Admin এবং Editor-রা।

গ্রুপের ছোটখাটো কিছু নিয়ম তুলে ধরতে চাই।

☞ গ্রুপে টেকনোলজি ছাড়া অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকুন।
☞ কাওকে গালি দিয়ে বা ছোট করে কথা বলবেন না।
☞ উইজবিডি অ্যাডমিন প্যানেল বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা জানাতে পারেন তবে কোনো নির্দেশনা দেয়া বা গোপন তথ্য জানতে চাওয়া থেকে বিরত থাকুন।
☞ Editor হতে চাই, Moderator হতে চাই এই ধরণের মেসেজ করা থেকে বিরত থাকুন।
☞ Admin বা Editor কে ইনবক্সে আসতে বলা যাবে না।
☞ অ্যাকাউন্ট বিষয়ক কোনো সমস্যার জন্য অন্যদের থেকে পরামর্শ নিতে পারবেন তবে সেটি সমাধানের জন্য গ্রুপে রিকোয়েস্ট করতে পারবেন না।
☞ উইজবিডির বাহিরের নিজের বা অন্যের কোনো প্রোমশনাল লিংক গ্রুপে শেয়ার করা যাবে না।

বিঃদ্রঃ উইজবিডি ম্যানেজমেন্ট যেকোনো সময় গ্রুপটি আর্কাইভ করতে বা এর প্রেক্ষিতে যেকোনো অ্যাকশন নিতে পারে।

লিংকঃ Messenger Group | Facebook Group

সর্বপরি গ্রুপটি শুধুমাত্রই উইজবিডি ইউজারদের আলোচনা করা এবং মতামত আদান-প্রদানের মাধ্যম হিসেবে তৈরী করা। তাই উপরের নিয়মগুলো যে দাঁতে দাঁত চেপে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এমনটি নয়। শুধু নিজের শালীনতা বজায় রাখবেন। আর এমনকিছু করবেন না যাতে আমাদের আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করতে হয়।

আশা করি আমাদের এই উদ্যোগটি আপনাদের কাজের অগ্রগতি আরও ভালো করবে।

ভালো থাকবেন সবাই। 🙂



from WizBD.Com https://ift.tt/2XIQWTu
via IFTTT

Related Posts

0 Response to "উইজবিডি ইউজারদের জন্য চালু করা হলো উইজবিডি মেসেঞ্জার গ্রুপ।"

Post a Comment