মহানবী (সাঃ) এর গুরুত্বপূর্ণ কিছু পবিত্র হাদীস সমূহ(পর্ব-৩)
আসসালামু আলাইকুম মুসলমান ভাই-বোনেরা,তোমরা সবাই কেমন আছ?
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছ।মুসলমান ভাই-বোনেরা আজকে আমরা আমাদের শ্রষ্ঠ নবী(সাঃ) এর পবিএ কিছু হাদীস সমূহ জেনে নিব।
১.মহানবী (সাঃ) বলেছেন- “তোমারা ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হওনি,বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছো।আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হবে”।(সূএ-বিহারুল আনওয়ার)
২.কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তাঁর বিশেষ লোক।(সূএ-নাসায়ী)
৩.“নিশ্চয়ই আমি উত্তম নৈতিকতার পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি”।(সূএ-বিহারুল আনওয়ার)
৪.সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ (সাঃ)প্রদর্শিত পদ্ধতি।(সূএ-সহীহ মুসলিম)৫.মহান আল্লাহর পবিত্র সত্ত্বার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজেষ্ঠ্যদের প্রতি সম্মান করা।(সূএ-আল-কাফী)
৬.যে ব্যক্তি জনগণের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায়,তার উচিত গুনাহ হতে দূরে সরে মহান আল্লাহর তাকওয়া অর্জন করা।(সূএ-কানযুল ফাওয়ায়েদ)
৭.যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো।(সূএ-সহীহ মুসলিম)
৮.যে আমার সুন্নত থেকে বিমুখ হলো ,সে আমার লোক নয়।(সূএ-সহীহ মুসলিম)
৯.আমি আল্লাহর কাছে দিন একশ’ বার ক্ষমা প্রার্থনা করি।(সূএ-সহীহ মুসলিম)
১০.সব আদম সন্তানই ভুল করে।তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্যে তাওবা করে।(সূএ-তিরমিযী)
১১.ওগো আল্লাহ ! আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানাহ চাই যাতে কোনো কল্যাণ নেই।আর এমন হৃদয় থেকেও আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই।(সূএ-আহমদ)
১২.আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি।(সূএ-শরহে সুন্নাহ)
১৩.আমার আল্লাহ ! আমি তোমার কাছে কল্যাণময় জ্ঞান,গ্রহণযোগ্য আমল আর পবিত্র জীবিকা।(সূএ-আহমদ)
১৪.সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব।(সূএ-সহীহ মুসলিম)
তো মুসলমান ভাই ও বোনেরা সবাই আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবো।
from WizBD.Com https://ift.tt/2qbykzr
via IFTTT
0 Response to "মহানবী (সাঃ) এর গুরুত্বপূর্ণ কিছু পবিত্র হাদীস সমূহ(পর্ব-৩)"
Post a Comment