[Email Spoofing] সম্পূর্ণ ফ্রিতে নিজেই তৈরী করে নিন নিজের একটি ইমেইল স্ফুফিং ওয়েবসাইট 🔥
আজকে আমি দেখাবো কিভাবে আপনারা যতোখুশি ততো ফ্রি Email Spoofing করবেন। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক..
.
অন্যের মেইল ঠিকানা তার পারমিশন ছাড়া ব্যবহার করে কাঙ্কিত ইউজারের কাছে মেইল পাঠানোকেই মূলত বলা হচ্ছে Email Spoofing । মনে করুন, ইউটিউব থেকে যদি কোনো মেইল আসে তাহলে সাধারনও তো মেইলটা দেখতে “no-reply@youtube.com” অথবা ফেসবুক এর সাপোর্ট টিমের মেইল হচ্ছে “support@facebook.com” সো আমি যদি তাদের মেইলটা ব্যবহার করে আপনার কাছে মেইল পাঠাতে চাই তাহলে আমাকে অবশ্যই তাদের স্টাপ হতে হবে। বাট আমি যদি এই ইমেল ঠিকানাটা তাদের পারমিশন ছাড়া ব্যবহার করি & মেইল পাঠাই তাহলে সেটাক বলা হচ্ছে Email Spoofing
.
Email Spoofing খুব বড় কোনো হ্যাকিং কিছু না হলেও এটা হ্যাকিং এর থেকে ছোটও কিছু না। কেননা Email Spoofing এর মাধ্যমেও অনেক কিছু হ্যাক করা যায়। ধরুন আমি যদি ট্রিকনাউ,ট্রিকবিডি, টেকটিউনস এর সাপোর্ট টিমের মেইল ব্যবহার করে সেই সাইটের কোনো ইউজারের কাছে কোনো মেইল পাঠাই তাহলে সে বুঝতেও পারবেনা যে এটা Email Spoofing। সে মনে করবে সত্যি সত্যিই সাইট থেকে সাপোর্ট টিম মেইলটা পাঠিয়েছে।
.
সো আশা করছি আপনারা বুঝতে পারছেন Email Spoofing কি। তো এখন দেখে নিবো কিভাবে আপনারা Email Spoofing টা করবেন। কিন্তু শুরু করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে কেউ দয়াকরে এটা খারাপ কাজে ব্যবহার করবেন না & যারা পোষ্টটা দেখতেছেন তারা প্লিজ এটা মনে রাখবেন এবং কোনো মেইলের মাধ্যমে কোনো প্রকার ইমেল বা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি চাই তাহলে সেটা আগে সঠিক ভাবে যাচাই করে নিবেন। [জানি সবাই খারাপ কাজেই ব্যবহার করবেন বাট তাতে কি আমার বলার কাম আমি বললাম, বাকিটা আফনে বুঝবেন আর যে ম্রা খাবে সে বুঝবে
]
প্রথমেই আপনারা Email Spoofing করার জন্য অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি প্লে স্টোরে পাবেন পাশাপাশি গুগলে সার্চ করলেও পাবেন। [ গুগল ড্রাইব লিংক || প্লে স্টোর লিংক ]
অ্যাপটি ডাউনলোড করে অপেন করার পর নিচের মতো সবকিছু দেখতে পারবেন। এখানে,
- Server: এখানে আপনারা Gpro অথবা Wpro যেকোনো একটি server সিলেক্ট করুন। Gpro সিলেক্ট করলে আপনার মেইলটি Send হতে ৩-৪ মিনিট সময় লাগবে। কিন্ত Wpro সিলেক্ট করলে কোন সময় লাগবে না। আবার অনেক সময় Wpro থেকে মেসেজ সেন্ড হয়না। সো এখন আপনার ইচ্ছা।
- From: এখানে আপনার ফেইক মেইলটি টাইপ করুন। মানে আপনি কোন ফেইক ইমেল ঠিকানাটা ব্যবহার করে মেইল পাঠাতে চান সেটা লিখবেন।
- To: আপনি যেখানে ফেইক মেইলটি পাঠাতে চান সেই মেইলটি টাইপ করুন।
- Sub: এখানে আপনার মেইলের সাবজেক্ট দিন।
- Massage: এই ঘরে আপনার মেসেজটি টাইপ করুন।
সব ঠিকঠাক ভাবে শেষ হয়ে গেলে SEND বাটনে ক্লিক করে দিন।
তারপর সেন্ড বাটনে ক্লিক করলে যাকে মেইলটি পাঠালেন তার কাছে ফেইক মেইলটি চলে যাবে।
ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।
.
নোটঃ অনেকেরই জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম।
আর আবারো বলতেছি কেউ প্লিজ খারাপ কাজে ব্যবহার করবেন না।
যেকোনো প্রয়োজনে,
from WizBD.Com https://ift.tt/2LidYf1
via IFTTT
0 Response to "[Email Spoofing] সম্পূর্ণ ফ্রিতে নিজেই তৈরী করে নিন নিজের একটি ইমেইল স্ফুফিং ওয়েবসাইট 🔥"
Post a Comment