Facebook গ্রুপ এর মত মেসেঞ্জারে চ্যাট গ্রুপ এ যেভাবে পোল তৈরি করবেন জেনে নিন!! - Tech Support BD -->

বিজ্ঞাপন

Facebook গ্রুপ এর মত মেসেঞ্জারে চ্যাট গ্রুপ এ যেভাবে পোল তৈরি করবেন জেনে নিন!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে ফেসবুক ব্যাবহার করে থাকি। বলা যায় আমাদের জীবনের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় গুলোর মধ্যে এটি পরিণত হয়েছে।

আমরা ফেসবুক গ্রুপ এ বিভিন্ন সময় দেখতে পায় কোনো একটি বিষয় এ মতামত প্রদান করার জন্য পোল তৈরি করা হয়। যাতে সবাই সবার মতামত প্রদান করে।

কিন্তু মেসেঞ্জার এ গ্রুপ গুলোতে এই পোল সিস্টেম টা অনেকেই করতে পারেন না, এরফলে সবার মতামত গ্রহণ করতে সমস্যা হয়।

আজকে আমি দেখাবো কিভাবে মেসেঞ্জার গ্রুপ এ কীভাবে পোল তৈরি করবেন।

প্রথমে আপনার স্মার্ট ফোনের মেসেঞ্জার অ্যাপ টি ওপেন করুন।

এইবার আপনি আপনার মেসেঞ্জার এর পার্সোনাল চ্যাট গ্রুপ যেটা আছে সেটাই প্রবেশ করুন,এবং স্ক্রিনশট এর আইকন এ ক্লিক করুন।

“Polls” নামে একটি লেখা দেখতে পাবেন সেটাই ক্লিক করুন।

এইবার এইখানে আপনি আপনার প্রশ্ন সেট করুন, এবং নিচে আপনার পছন্দ মত অপশন সেট করে দিন।

প্রশ্ন সেট করা শেষ হলে এইবার
“Creat poll” লেখাতে ক্লিক করুন।

এই দেখুন আমার মেসেঞ্জার এ পোল তৈরি করা হয়ে গেলো।

এইভাবে চাইলে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপ এ পোল সিস্টেম তৈরি করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে খুব জলদি।

ততক্ষণ থাকবেন TRICKBD এর সাথেই, নিত্য নতুন সব আপডেট পেতে।

আল্লাহ হাফেজ।

The post Facebook গ্রুপ এর মত মেসেঞ্জারে চ্যাট গ্রুপ এ যেভাবে পোল তৈরি করবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/facebook-tricks/808687

from Tech Support BD https://ift.tt/wcoraQk
via IFTTT
Related Posts