আপনার ওয়েব হোস্টিং নামে ২০০% ফাস্ট, কাজে কেমন? যাচাই করে দেখেছেন কি?
11/28/2022
Edit
হোস্টিং এর কোয়ালিটি একটি সমন্বিত বিষয়। মানে অনেকগুলো টেকনিক্যাল দিক ভালোভাবে একসাথে পারর্ফম করলে আপনি ভাল পারফরমেন্স পাবেন। যাই হোক আপনাদেরকে একটি টেকনিক দেখাচ্ছি। যা দিয়ে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার হোস্টিংটি কেমন:
- প্রথমে আপনাদের সিপ্যানেলে ১টি সাবডোমেইন বানিয়ে নিন অথবা ১টি ফোল্ডার বানান
- এখন softaculous দিয়ে Fresh wordpress ইনস্টল করুন।
- wpbenchmark (WordPress Hosting Benchmark tool) প্লাগইনটি এড এবং এক্টিভেট করুন
- অত:পর Run benchmark করুন।
এটি আপনাকে আপনার হোস্টিং সার্ভারের যেসব বিষয় জানাবে তা হলো :
- CPU & Memory : অনেক হোস্টিং কোম্পানির সার্ভার overloaded থাকে। এটি দিয়ে বুঝতে পারবেন সার্ভার overloaded কিনা
- Filesystem: অনেকে SSD বা NVMe দাবি করে। এখানে যদি ৩০০ MB/s নিচে দেখেন তাহলে এটি SSD নয়। আর এটি যদি ৮০০ MB/s নিচে দেখেন তাহলে এটি NVMe নয়। যত বেশি হবে ডিস্ক তত ভালো । আর ডিস্ক স্পিড বেশি হলে entry processes, cpu কম হলেও সাইট স্লো হবেনা
- Database: Database পারর্ফমেন্স এর উপর সাইট স্পিড নির্ভর করে। এখানে Database পারর্ফমেন্স দেখতে পাবেন
- Object cache: এটি একক ভাবে হার্ডওয়ার সর্ম্পকিত নয়।তাই এটি আপাতত ignore করতে পারেন। তাছাড়া আমরা ফ্রেশ ওর্য়াডপ্রেস ব্যবহার করবো বলে এখানে “Object cache not required ” হবে
- Network: সার্ভার ভালো হলো কিন্ত Network ভালো না হলে এটির রেজাল্ট আপনার visitor পর্যন্ত পৌছাবে না। তাই Network গুরুত্বপূর্ন। এটি যেহেতু বাংলাদেশের বাইরে থেকে benchmark টেস্ট করে তাই BDIX এর ক্ষেত্রে Network একটু কম পয়েন্ট পেতে পারে। তবে যত বেশি পাবে তত ভালো।
উপরের ৫টির মধ্যে ৪ টি বিষয় একসাথে ভাল হলে আপনার হোস্টিং টি ভাল। অন্যথায় এটি নামেই ২০০% ফাস্ট, কাজে নয়।
কেন ফ্রেশ wordpress ব্যবহার করছি?
——————————————–
আপনি যদি ফ্রেশ wordpress ব্যবহার না করেন তাহলে হয়তো আমরা বা হোস্টিং কোম্পানি বলবে আপনার সাইট অপটিমাইজ নাই, database অপটিমাইজ নাই, ইত্যাদি। ফ্রেশ wordpress-এ সেটি বলার সুযোগ নেই।
এই benchmark দিয়ে অন্যন্য CMS পারফরম্যন্স বুঝা যাবে ?
—————————————————————–
wordpress দিয়ে benchmark করে আমরা আসলে সার্ভারের উপরের বিষয়গুলো benchmark করেছি। এগুলো wordpress -এর ক্ষেত্রে ভালো হলে অন্যন্য ( laravel codeigniter,ecommerce etc) CMS এর জন্যও ভাল হবে
উপরে উল্লেখিত টেস্টটি বাংলাদেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানি Hosting Bangladesh এর সার্ভারের উপরে করা হয়েছে। Hosting Bangladesh বাংলাদেশের বিশ্বস্ত একটি ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি যারা বাংলাদেশে গত দশ বছর থেকে সুনামের সাথে ডোমেইন-হোষ্টিং প্রোভাইড করে আসছে।
যারা তুলনামূলক কম দামে প্রিমিয়াম কোয়ালিটির ওয়েব হোস্টিং ব্যবহার করতে চান তারা Hosting Bangladesh এর সার্ভিস ট্রাই করতে পারেন।
The post আপনার ওয়েব হোস্টিং নামে ২০০% ফাস্ট, কাজে কেমন? যাচাই করে দেখেছেন কি? appeared first on Trickbd.com.
source https://trickbd.com/tricks/822393
Related Posts