স্যামসাং নিয়ে এল স্বল্পমূল্যে বেস্ট স্মার্টফোন। (গ্যালাক্সি এম০৪ রিভিউ) - Tech Support BD -->

বিজ্ঞাপন

স্যামসাং নিয়ে এল স্বল্পমূল্যে বেস্ট স্মার্টফোন। (গ্যালাক্সি এম০৪ রিভিউ)

বাজারে এসে গেলো স্যামসাং বাজেট ফ্রেন্ডলি চমক। লো/মিড বাজেটের বাজারে আধিপত্য বিস্তার করতে স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এম০৪। জেনে নিব, কি কি থাকছে স্যামসাং এর নতুন এই বাজেট কিল্লার এ?

ইন্ট্রোডিউসিং ইউ উইথ নিউ স্যামসাং গালাক্সি এম০৪

  • মডেলঃ Samsung Galaxy M04
  • র‍্যামঃ ৪ জিবি (+৪জিবি ভার্চুয়াল র‍্যাম এক্সপেন্ডেবল)
  • রমঃ ৬৪ জিবি/১২৮ জিবি
  • বাজারমূল্যঃ ৪/৬৪ ৳১২০০০/বাংলাদেশি টাকা।
    ৪/১২৮ জিবিঃ ৳১৫০০০ বাংলাদেশি টাকা
  • কালার ভ্যারিয়েন্টঃ নীলাভ সবুজ, শ্যাডো ব্লু ইত্যাদি
  • ফোনটি রিলিজ হয়ঃ ১৬ ডিসেম্বর, ২০২২

এবার আসি মৌলিক স্পেক্সগুলোতে যা না জানলেই নয়ঃ

  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড। ফোনটি এন্ড্রয়েড ১২-এ রান করছে। 
  • নেটওয়ার্ক ব্যান্ডসঃ ২জি/৩জি/৪জি। থাকছে ডাবল সিম স্লট।
  • চিপসেটঃ মিডিয়াটেক এমটি৬৭৬৫ হেলিও পি৩৫ (১২ ন্যানোমিটার)
  • সিপিইউঃ ওক্টা-কোর (৪x২.৩৫ গিগাহার্টজ কোর্টেক্স-এ৫৩ & ৪x১.৮ গিগাহার্টজ কোর্টেক্স-এ৫৩)
  • জিপিইউঃ পাওয়ারভিআর জিই৮৩২০
  • এছাড়া থাকছে,

  • কাস্টম ইউজার এজেন্টঃ ওয়ান ইউআই কোর ৪.১

 

ডিসপ্লে এবং বডিঃ

  • ডিসপ্লে টাইপঃ  প্লেন টু লাইন সুইচিং এলসিডি টাচস্ক্রিন, থাকছে ১৬এম কালারস।
  • ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি
  • ডিস্প্লে রেজুলেশনঃ ৭২০ x ১৬০০
  • ডিস্প্লে রেশিওঃ ২০ঃ৯
  • পিপিআই ডেন্সিটিঃ ~২৭০
  • এছাড়া থাকছে

  • গ্লাস ফ্রন্ট কিন্তু প্লাস্টিক বডি (ফ্রেম+ব্যাক) এবং
  • টাইপ ভি (V) নচ

ব্যাটারীঃ

  • টাইপঃ লিও-পলিমার ৫০০০ এম্পিআর, নন-রিমুভেবল
  • চার্জিং সুবিধাঃ টাইপ-সি তে চার্জ হবে ব্যাটারী। যার জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট।
  • ফাস্ট চার্জিংঃ এভেইলেবল! পাচ্ছেন ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। যা দিয়ে ২ ঘন্টা ১০ মিনিটে ফোনটি ফুলি চার্জ দিতে পারবেন।

ক্যামেরাঃ

  • ব্যাক ক্যামঃ [১৩ মেগাপিক্সেল, এপার্চার এফ/২.২ (ওয়াইড লেন্স), ২ মেগাপিক্সেল, এপার্চার এফ/২.৪, (ডেপথ লেন্স) ]
  • রেজুলেশনঃ ৪১২৮ x ৩০৯৬
  • ফিচার্সঃ ব্যাককেমেরার সাথে অটো ফ্ল্যাশ থাকছে এবং থাকছে এইচডিআর মোড, এছাড়া ফেইস ডিটেকশন, ডিজিটাল জুম ইত্যাদি সুবিধা পাচ্ছেন
  • ফ্রন্ট ক্যামঃ [৫ মেগাপিক্সেল, এপার্চার এফ/২২]
  • রেজুলেশনঃ ২৫৯২ x ১৯৪৪
  • ফিচার্সঃ ফ্রন্ট ক্যামেরার সাথে থাকছে এইচডিআর মোড।

এছাড়া থাকছেঃ

  • হেডফোন এক্সপেরিয়েন্স নেয়ার জন্য ৩.৫এমএম জ্যাক
  • জিপিএস তো থাকছেই
  • ব্লুটুথ ৫.০, এটুডিপি, এলই
  • ওয়াই-ফাই ডিরেক্ট, হটস্পট।
  • এফএম রেডিও ইত্যাদি

ফোনটির যে দিকগুলো ভালো লেগেছেঃ

  • বাজেট আর ব্র‍্যান্ড বিবেচনা করলে র‍্যাম/রম এর পরিমাণ মোর দ্যন এনাফ।
  • ৫০০০ এম্পিআরের ব্যাটারি পাচ্ছেন ; যা দিয়ে কিনা হেসে খেলে আপনার ১ থেকে ১.৫ দিন চলে যাবে। নর্মাল ইউজে দিবে ২/৩দিনের ব্যাকাপ নিশ্চয়তা। (আপনার ইউজ এর উপর ডিপেন্ডেড)
  • ব্যাক ক্যামেরা ফিচার্স ঠিকঠাক বলা যায়😐
  • লুকটাও প্রিমিয়াম লাগবে।
  • ফাস্ট চার্জিংঃ মাত্র দু’ঘন্টায় ৫০০০ এম্পিয়ার ফুলি চার্জ হয়ে যাচ্ছে।

ফোনটির যে দিকগুলো ভালো ঠেকেনি আমার কাছেঃ

  • সেলফি ক্যামেরাতে কেন এত কিপটামি?😒
  • প্লাস্টিক বডি না দিলে হয়না? (যদিও এই বাজেটে এর বেশি এক্সপেক্ট করা বোকামি)
  • এত রিসেন্ট একটা ফোন, তাই অনেকেই ৫জি ফোন এক্সপেরিয়েন্স চাইবেন, কিন্তু প্রাইস রেঞ্জ বিবেচনায় এবং অন্যান্য এক্সপেক্স বিবেচনায় নিলে ৫জির না থাকাটাকে কন্সিডার করাই যায়।
  • ফোনটির সাইজ তো ঠিকই আছে! কিন্তু যারা একটু ছোট টাচস্ক্রিন চালিয়ে অভ্যস্ত, তারা এটি হাতে নিলে কিছুটা দানব ফিল পেতে পারেন।

একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে,আপনি যত দামি সেটই কিনেন না কেন, কোনও না কোনও কমতি কিন্তু ঠিকই থেকে যায়। সেইস্থলে এই ফোনটি প্রাইসরেঞ্জ বিবেচনায় এগিয়ে থাকবে। ফোনটির স্পেক্স আমার কাছে ভালো লেগেছে, তাি রিভিউ দিয়ে দিলাম। আপনার বাজেট যদি ১২-১৫হাজার কিংবা এর আশেপাশে হয় তবে মাথায় রাখতে পারেন স্যামসাং এম০৪ এর কথা।

পরিশেষে স্পেক্সগুলি কেমন লেগেছে অনশ্যই জানাবেন? ফোনটি নিয়ে আর বেশি টানাটানি না করে এখানেই সমাপ্তি টানলাম। সময়-সুযোগ পেলে ঘুরে আসবেন এখান থেকে

আল্লাহ হাফেয।



The post স্যামসাং নিয়ে এল স্বল্পমূল্যে বেস্ট স্মার্টফোন। (গ্যালাক্সি এম০৪ রিভিউ) appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-phone-review/827592

0 Response to "স্যামসাং নিয়ে এল স্বল্পমূল্যে বেস্ট স্মার্টফোন। (গ্যালাক্সি এম০৪ রিভিউ)"

Post a Comment