CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game - Tech Support BD -->

বিজ্ঞাপন

CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game

 CarX Street – এটাই প্রথম Open-World Online Mobile Car Racing Game.

Online Mobile Car Racing এর Game এর কথা শুনতেই আমাদের প্রথমে মাথায় আসে Asphalt 9 এর কথা। কিন্তু এই Game টি Asphalt 9 এর মতো নয়।

Asphalt 9 শুধুমাত্র একটি Futuristic Car Racing Game, কিন্তু CarX Street Open-World Realistic Car Racing Game. Open-World মানে হচ্ছে আপনি একটি বড় Map এ নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন, অনেকটা Vice City Game এর মতো। অন্যান্য Real Players দের সাথে Racing করতে পারবেন। এই Game আপনাকে অনেকটা Need for Speed Most Wanted এর feel দিবে।

এই Game এর control gyroscope এর মাধ্যমেও সহজে করতে পারবেন।

 

Game টির আসল মজা নিতে চাইলে, আপনাকে game টি খেলে খেলে টাকা আয় করতে হবে, যা দিয়ে অসাধারণ গাড়ি কিনতে পারবেন।

 

Club এ join করে Racing করে অনেকটাই Need for Speed Most Wanted Blacklist এর মতো feel পাবেনঃ

 

Game এর physics, control আর graphics আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে।

যেহেতু আজকেই game টি Android device এর জন্যে release হয়েছে, তাই low এবং mid range mobile device এ ঠিকমতো হয়তো support করবে না। তবে iOS device এবং high-end device এ ভালোই চলবে। আর ধীরে ধীরে হয়তো game developers রা বেশকিছু mid-end mobile device এর জন্যে game টি optimize করতে সক্ষব হবেন।

আর Playstore থেকে Download করার জন্যে Russia এর VPN connect করে Playstore App এর Data clear করতে হবে। এক্ষেত্রে Power VPN app টি ব্যবহার করতে পারেন। Playstore এ যখন 1% download হয়ে যাবে, তখন VPN disconnect করে দিবেন ভালো internet speed পাবার জন্যে।

Game open করতে বা খেলতে কোনো VPN connect করা লাগবে না।

Game এর Map open করে Online status করে নিয়ে পরিচিত Friends দের সাথেও Racing করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আর আপনার Friend কে Map এর একই জায়াগায় দেখা করতে হবে। এই game এ Friends add করার কোনো option নেই। প্রথমে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে Game টির option গুলো বুঝতে, তবে খেলতে থাকলে, শিখে যাবেন আর YouTube এ search করেও বিভিন্ন tutorials পেয়ে যাবেন।

নিচের CarX Street এর এই video টি দেখলে, আপনি মুদ্ধ হয়ে অবশ্যই game টি খেলতে আগ্রহী হবেনঃ

Join করতে পারেন আমাদের CarX Street এর Facebook Group এবং Messenger Group Chat এঃ https://linktr.ee/carx.street

The post CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game appeared first on Trickbd.com.



source https://trickbd.com/games-review/828180

0 Response to "CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game"

Post a Comment