Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স] - Tech Support BD -->

বিজ্ঞাপন

Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স]

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহতালার রহমতে অনেক ভালোআছি। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ইমোজি দেওয়ার একটি নতুন এক্সপেরিয়েন্স (bitmoji)। আর সেটি যেভাবে আপনার কিবোর্ডের ডিফল্ট হবে সেভ করবেন।

আর এটা শুধু গুগল কীবোর্ড এই সম্ভব। তাই যারা অন্য কিবোর্ড চালান, তারা পোস্টটা ইগনোর করুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক :-

 

 

bitmoji কি?

 

আপনারা অনেকেই হত এটি আগ থেকেই জানেন। জেনে থাকলেও সমস্যা নাই। কারণ আমি আপনার কি আজকে কিবোর্ডের ডিফল্ট হবে সেভ করা শিখাবো। বিটমোজি হচ্ছে ইমোজি দেওয়ার একটি নতুন এক্সপেরিয়েন্স। যেখানে আপনি আপনার নিজের মুখ মন্ডলের ছবি তৈরি করতে পারবেন। এবং সেগুলো দিয়ে আপনি আপনার কথোপকথনের সময় এক্সপ্রেশন বুঝাতে পারবেন।

 

এটি কেন ব্যবহার করব?

এটির অনেক সুবিধা থাকার কারণে আমরা এটি ব্যবহার করব। এখানে আমরা কয়েক হাজার ইমোজি পাব। আর সবগুলোই ফ্রিতে। কোনদিনও প্রেমিয়াম সাছক্রিবেশন কিনতে হবে না। এটি অনেক সুন্দর এবং সহজলভ্যত তাই এটি ব্যবহার করব।

 

বিটমোজি এর ফিউচার গুলি :-

 

  • আপনি আপনার নিজের অবতার তৈরি করতে পারবেন। যেটি সম্পূর্ণ কার্টুন আকারে থাকবে।
  • স্টিকারের একটি বিশাল লাইব্রেরী। যেখানে শেষ খুঁজতে গিয়ে আপনার দিন চলে যাবে।
  • এটি লাইসেন্স যুক্ত অ্যাপ। এটাই ব্যবহার করলে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
  • এটি ফ্রিতেই পাওয়া যাচ্ছে। রেডমি কিবোর্ড এর মত টাকা দিয়ে কেনা লাগতেছে না।
  • এটি আরো অনেক ফিউচার আছি সেটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন।

 

কিভাবে ব্যবহার করবেন? কি হবে ডিফল্ট সেভ করবেন?

 

প্রথমত এটি ব্যবহার করার জন্য এটিকে নিজস্ব কিবোর্ড আছে। আপনি যদি google এ ডিফল্ট ভাবে সেট করতে চান সেটাও পাবেন। চলেন তাহলে দেখে আসি কিভাবে সেট করবেন:-

 

প্রথমে একটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন :- Link

 

Set up system :-

 

  • ডাউনলোড করা হয়ে গেলে আপনি যেকোনো নোট অথবা মেসেজ এ ঢুকেন। যেন আপনার কিবোর্ড চলে আসে।
  • এরপর কিবোর্ড এর ইমোজি অপশনে ঢুকেন। তারপরে নিচে স্ক্রিনশট লক্ষ্য করুন। এবং সেখানে ক্লিক করুন।

 

তারপরে আপনাকে অ্যাপটি সেটাপ করতে বলা হবে। আপনি এখান থেকে ক্লিক করে অ্যাপটিতে ঢুকে আপনার অবতার এবং আইডি তৈরি করে নিন। যখন এটি আপনার ডিফল্ট কিবোর্ডের পারমিশন চাইবে , তখন সেটা না দিয়ে বেরিয়ে আসুন। একের পর এক স্ক্রিনশট ফলো করুন:-

————————————->

এখন আপনি আবার আগের জায়গায় যান। অর্থাৎ এমন এক জায়গায় যান যেখানে কিবোর্ড আসে। তারপর আবার আগের স্থানে ক্লিক করুন। দেখুন একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আপনার হাজার হাজার ইমোজি উন্মুক্ত হয়ে গেছে। এখন আপনি এসব গুলো ব্যবহার করতে পারেন।

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি আপনি এটি আগে থেকেই জেনে থাকতেন, তাহলে তো অনেক ভালো। আর যদি না জেনে থাকতেন, সেজন্যই তো ট্রিকবিডি আছে। প্রতিদিন নিত্য নতুন ট্রিকস জানতে প্রতি দিন ট্রিকবিডি ভিজিট করুন। ধন্যবাদ।

The post Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স] appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/828695

from Tech Support BD https://ift.tt/h5yXSEJ
via IFTTT

0 Response to "Bitmoji কী? কিভাবে গুগল কিবোর্ড এ ডিফল্ট ভাবে সেভ করবো? || [ইমোজি দেওয়ার নতুন এক্সপেরিয়েন্স]"

Post a Comment