ChatGPT App ২য় পার্ট এবং ChatGPT সকল সমস্যার সমাধান এক পোস্টেই। - Tech Support BD -->

বিজ্ঞাপন

ChatGPT App ২য় পার্ট এবং ChatGPT সকল সমস্যার সমাধান এক পোস্টেই।

আসসালামু আলাইকুম,  আজকে শুরুতে আর বেশি কিছু বলছি না,  সরাসরি মেইন পোস্টে চলে গেলাম।

প্রথমত গতকাল চ্যাটজিপিটি এপ নিয়ে পোস্ট করেছিলাম।  আমি সাজেস্ট করবো, এই পোস্ট টি পড়ার আগে, অনুগ্রহ করে আমার গতকালের পোস্ট টি পড়ে৷ নিন।

 

গতকালের ট্রিকবিডি চ্যাটজিপিটি এপ পোস্টটি পড়তে ক্লিক করুন।

 

তো গতাকালের পোস্ট এর টিউটোরিয়াল এ, এপ এর মেইন কনভারসন সিস্টেম নিয়ে কথা বলছিলাম। আজকে সেই এপ এর মধ্যে থাকা, অফিশিয়াল চ্যাটজিপিটি ন্যাটিভ ওয়েবসাইট নিয়ে কথা বলবো।

তো আবারও সেই কথাটি মনে করিয়ে দেই/ ChatGPT এর আ্যাপ ভার্সন হলো, Open Ai এর ২.০ সংষ্করন। যেখানে ChatGPT Open Ai Company অফিসিয়াল সুযোগ -সুবিধা এলাও করেনা। এ-কারনে Android App এ ChatGPT কিছু,কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেনা। 

 

কারন, আপনি ব্যবহার করে, কিছু প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, যে সমস্যার সম্মুখীন হচ্ছেন! সেই অপশন টি তে Open Ai কম্পানি এখনো পুরো ফিচারস যুক্ত করে দেয় নাই, যে জন্য এই সমস্যা টি হয়। তবে Open Ai থেকে এটি যুক্ত করা হলেই, আপনারা এই আ্যাপে ফুল ফিচার্স এর ChatGPT ব্যবহার করতে পারবেন। এখন নিচে দেখানো screen Shot এর মত ক্যাপচা অপশন দেখতে পারবেন, সেই খানে ক্লিক করে, ভেরিফাইড করে নিন।

কিন্তুু আপনাদের সুবিধার জন্য আমি এপ এর ভিতর অফিশিয়াল চ্যাট জিপিটি ওয়েবসাইট যুক্ত করে দিয়েছি, যার মাধ্যমে আপনারা স্মুথলি একদম এ টু জেট যেকোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন।

কথাটা কে যদি আর একটু বুঝিয়ে বলি।

ChatGPT Direk Android App এ কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেনা, দেখে আমরা আপনাদের জন্য একটি সুযোগ করে দিয়েছি, আপনি ChatGPT এই আ্যাপের মাধ্যমেই ওয়েবে,

 

 

ফুল ফিচার্স সহ স্মুথ ভাবে ডার্কমোডে ব্যবহার করতে পারবেন। ChatGPT ফুল ফিচার্স সহ ব্যবহার করতে নিচের দেখানো Screen Shot এবং লেখাগুলো ফলো করুনঃ

chatgpt22@yahoo.com

Login Password : xchatgpt

উপরের ইমেইল এবং পাসওয়ার্ড কপি করে Annoymous ভাবে লগইন করুন। অথবা আপনার আ্যাকাউন্ট দিয়েও লগইন করতে পারেন।

সমস্যাঃ

এখানে থাকা ইমেইল এবং পাসওয়ার্ড শুধু আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, আপনারা এটা দিয়েও লগইন করতে পারেন। তবে এটা দিয়ে লগইন করলে এপ কাজ করবে না। এবং কাজ করলেও আপনারা মেসেজ অন্যরা দেখতে পারবে।

 

তাই আবার ও বলছি, ChatGPT এর নিজস্ব ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।

ChatGPT Full Features ব্যবহার এর জন্য, নিচে দেখানো Screen Shot এ যে সুইচ অপশনটি দেখতে পারছেন, এখানে ক্লিক করুন।

এরপর নিচের দেখানো Screen Shot এর মত

Email অপশন দেখবেন, এখানে ক্লিক করুন, এবং আ্যাপে দেওয়া Email দিয়ে Continue করুন।

এরপর উপরে দেখানো Screen Shot এর মত পাসওয়ার্ড অপশন দেখবেন, এখানে ক্লিক করুন, এবং আ্যাপে দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।

 

এরপর উপরে দেখানো অপশন গুলো ক্লিক করে, আপনার সেটআপ সম্পূর্ন করুন।

 

এরপর Done অপশনে ক্লিক করে দিন।

এখন আপনার মন এ যে প্রশ্নই আসুক, সেটি জিগ্যেস করুন। অর্থাৎ মন খুলে প্রশ্ন করুন। এবং যেকোনো প্রশ্নের উত্তর পেয়ে যান।

একাউন্ট লগইন সমস্যাঃ

ChatGPT এর অফিশিয়াল বাগ এর কারনে, আপনাদের কাছে Login Page সো নাও করতে পারে। যেমন টা আপনারা নিচের Screen shot এ দেখতে পারছেন। এরকম আসলে নিচে লাল দাগ দিয়ে দেখানো অপশনে এ ক্লিক করবেন।

এরপর নিচের মত অপশনে ক্লিক করবেন। আবার আপনাকে একই পেইজে নিয়ে আসবে। এরকম ভাবে আপনি কিছু অপেক্ষা করার পর বার,বার ক্লিক করতেই থাকবেন। যতক্ষণ না লগইন পেইজ আসছে।

অর্থাৎ নিচের Screen Shot এর মত,বার,বার ক্লিক করবেন। এবং তারপর হঠাৎ লগইন পেইজ আপনাদের সামনে আসবে, এরপর লগইন করে নিবেন।

এভাবে বার,বার ক্লিক করার পর লগইন পেইজ আসলেই, লগইন করে নেবেন। তারপর সমস্যা টি ঠিক হয়ে যাবে।

তারপর ও যদি কোনো সমস্যা হয়, উল্টোপাল্টা মন্তব্য না করে আমাকে জানাবেন,  আমি ১০০% আপনার সমস্যা টি ঠিক করে দিবো।

ChatGPT App Download করতে ক্লিক করুন।

আর আপনারা এগুলো Usage Method থেকেই পড়ে নিতে পারেন।

তো সবাই ভালো থাকবেন,

~আল্লাহ হাফেজ।

The post ChatGPT App ২য় পার্ট এবং ChatGPT সকল সমস্যার সমাধান এক পোস্টেই। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/852228

0 Response to "ChatGPT App ২য় পার্ট এবং ChatGPT সকল সমস্যার সমাধান এক পোস্টেই।"

Post a Comment