প্রোফাইল টাইপ ফেসবুক পেজ থেকে মোবাইল দিয়ে এক ক্লিকে সব following আনফলো করুন।
3/12/2023
Edit
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন trickbd সাথে থাকলে ভাল থাকারই কথা।তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজের কথায় আসি।
আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি।আর এটি ব্যবহার করতে করতে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কিছু পেজ ফলো করে ফেলি।তখনই আমাদের ঝামেলাটা শুরু হয় যখন ওই পেজগুলো একটি একটি করে আনফলো করা লাগে।তাই আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একসাথে সকল following কে আনফলো করে দিবেন।
- তার জন্য আমাদের প্রয়োজন হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপস অ্যাপসটি ওপেন করবেন তারপর মেনু থেকে সেটিং এ যাবেন।
- সেটিং এ যাওয়ার পর উপর থেকে সার্চ বাড়ে এ সার্চ করবেন। unfollow লিখে।
- তারপর স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।
- তারপর আনফলো লেখাতে ক্লিক করুন।
- তারপর আপনি যাদের ফলো করেছেন সবগুলোকে দেখতে পারবেন।এরপর যাদের unfollow করবেন তাদের সিলেক্ট করে।স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।
এভাবে সবগুলোকে unfollow করে দিতে পারবেন খুব কম সময়।আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করুন।
.
.
এখন অনেকে এসে বলবে এটা তো সবাই জানে।তাই আগেই বলে রাখি যারা জানে না তাদের জন্য লিখলাম।আর এটা সেটিং থেকে সার্চ না করে খুঁজে পাওয়া যায় না।তাই হয়তো অনেকেই জানেনা।কোথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
The post প্রোফাইল টাইপ ফেসবুক পেজ থেকে মোবাইল দিয়ে এক ক্লিকে সব following আনফলো করুন। appeared first on Trickbd.com.
source https://trickbd.com/facebook-tricks/860960
Related Posts