Link Locker App, এবার এপ থেকেই যেকোনো ওয়েবসাইট এর লিংক লাইফ টাইম সহকারে লক করে ফেলুন। - Tech Support BD -->

বিজ্ঞাপন

Link Locker App, এবার এপ থেকেই যেকোনো ওয়েবসাইট এর লিংক লাইফ টাইম সহকারে লক করে ফেলুন।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে কথা বলবো লিংক লকার এপ নিয়ে।

আপনারা ইতিমধ্য সবাই জানেন যারা এর আগে আমার লিংক লকার ওয়েবসাইটটি সম্বন্ধে যে আর্টিকেলটি লিখেছিলাম,  সেটি যারা পড়ে ছিলেন।

 

তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন তাছাড়া পার্সোনালি ইনবক্সে আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন যে এটিকে একটি অ্যাপটি তৈরি করে দিতে,

 

তো এর জন্য এটি কি আমি অ্যাপ এ কনভার্ট করে দিয়েছি আপনাদের আরো ব্যবহারের সুবিধার জন্য লিংক লকার ওয়েবসাইট থেকে এপ কনভার্ট করে দিয়েছি, অর্থাৎ Native WebApp।

প্রথমেই এটার সমন্বে আগের পোস্টের আলোকে কিছু ধারনা দিয়ে দেওয়া যাক, যে লিংক লকার টা আসলে কি?

১. বিভিন্ন সময় আমরা চাই, মানে গোপনীয়তার ক্ষেত্রে লিংক লক করে রাখতে,  যেনো আমার পারমিশম ছাড়া কেউ লিংক এর এক্সেস করতে না পারে। সেই সুবিধা টা আপনি আজকের এই টুলস এর মাধ্যমে করে নিতে পারবেন।

২. এটার মাধ্যমে আপনারা ফ্রী তে ক্যাপশা ভেরিফাই সিস্টেম করতে পারবেন।

৩. জ্যামিতি বাদে,গনিতের যেকোনো অংক দিয়ে ক্যাপচা এবং ইউজার ভেরিফাইড সিস্টেম করতে পারবেন।

৪. মেসেজের মাধ্যমে আপনার প্রশ্ন ইউজার কাছে তুলে ধরতে পারবেন।

৬. লিংক সর্ট করতে পারবেন,  Tiny Url দিয়ে,

৭. অনেক সময়, গুগলে লিংক ভাইরাস সমস্যা দেখা দেয়, কিন্তু এটার মাধ্যমে লিংক মেক করার পর,কোনো ভাইরাস সমস্যা দেখা দেবেনা।

তো যাইহোক, মোটামুটি সব সুবিধা গুলো উপরে তুলে ধরেছি। এখন বলে নেই, অন্য, অন্য ওয়েবসাইট এর সাথে এটা ভিন্নতা।

 

গুগলে বেশির ভাগ কমই এমন লিংক লকার ওয়েবসাইট, দেখা যায়, এটা আমার দিক দিয়ে বল্লাম। বেশির ভাগ ক্ষেত্রেই লিংক সর্টনার ওয়েবসাইট দেখা যায়।

 

তাও আবার যে কয়টা লিংক লকার ওয়েবসাইট দেখা যায়, সেগুলোর আবার কিছু,কিছু সমস্যা থাকে, সেগুলো যেমনঃ

১. এডস বিরক্তিকর

 

২. সাইট লোডিং হতে দেরি হয়

 

৩. লিংক এর কোনো লিমিটেশন, বা গ্যারান্টি থাকেনা, অর্থাৎ যেকোনো সময় লিংক টি কাজ করা বন্ধ করে দেয়।

 

৪. অনেক ক্ষেত্রেই  লিংক এর সাথে ক্যাপচা সিস্টেম নাই।

 

৫. লিংক এর সাথে মেসেজ যুক্ত করার সিস্টমেম নাই।

 

৬. আর সব থেকে বড় সমস্যা, এগুলোতে বেশির ভাগ প্রমোশন দেই,

কিন্তু আজকে আপনাদের সামনে যে টুলসটি শেয়ার করব এগুলোতে উপরে বলা যত সমস্যা আছে, একটিও থাকবে না। এখানে আপনারা উপরের সবগুলো সমস্যা হীন ভাবে খুব সহজেই আজকের এই লিংক লকার ব্যবহার করতে পারবেন।

উপরে যে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেই সমস্যাগুলো সমাধান আজকের এই টুলস গুলোর মধ্যে রয়েছে এবং এখানে আপনারা সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন।

 

 

তো এটুক আমার আগের পোস্টের মেইন কথা গুলো। তাছাড়া আপনারা ওই পোস্ট টি পড়ে আসতে চাইলে ক্লিক করুন।

 

তো যাই হোক এখন এটা কে এপ এ কনভার্ট করে দেওয়া হইছে, অ্যাপ এ আপনারা যে যে সুবিধাগুলো পাবেন সেগুলো নিচে উল্লেখ করে দিলাম।

অনেক সময় দেখা যায় আমাদের ব্রাউজারে সমস্যার কারণে ওয়েবসাইট লোডিং হতে দেরি হয়, অথবা আমাদের নেটওয়ার্ক সমস্যা থাকলেও ওয়েবসাইটে লোডিং হতে দেরি হয়,

 

অথবা আমাদের নেটওয়ার্ক দুর্বল থাকলেও ওয়েবসাইট লোডিং হতে দেরি হয়, এবং অনেক ক্ষেত্রে ওয়েব সাইটে লিংক আমরা মনে রাখতে পারি না।

 

এখন দেখা যায় যে আমাদের প্রয়োজনের কাজে যখন আমরা কোন ওয়েবসাইট এর লিংক লক করতে ধরব, তখন লিংক লকার ওয়েবসাইটটি খুঁজে পাইনা বলে, আমরা সেটি তাড়াতাড়ি করতে পারি না, এবং এটি অনেক ভেজাল এবং বিরক্তিকর মুহূর্ত।

 

তো এটা হচ্ছে সেই লিঙ্কে লকার অ্যাপ যেটির কথা এখন উপরে বললাম, উপরে যে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে এই অ্যাপের মধ্যে আপনাদের সেগুলো সমস্যা একটিও থাকবে না।

 

আপনারা সাধারণত খুব সহজেই অ্যাপ ওপেন করেই আপনার নেটওয়ার্ক কানেকশন দুর্বল থাকলেও খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা লিংক লক করে এবং Encrypted  করতে পারবেন।

এটা হল এপের ভিতরের ইন্টারফেস এখানে যেহেতু আমি অলরেডি, এটারই আরেকটি পোস্ট করেছি।

তাই আপনাদের এটা ব্যবহারের নিয়ম জানার কথা তবু আমি এখানে শর্টকাট কিছু কথা বলে দেই।

প্রথমে ওখানে আপনার লিংক দিতে হবে অর্থাৎ আপনি যে ওয়েবসাইটের লিংকটি লক বা ইনক্রিপশন করতে যাচ্ছেন,

 

তারপর নিচে দেখতে পারবেন টাইপ ইউর মেসেজ হেয়ার, এখানে আপনাকে একটি মেসেজ লিখতে হবে।

 

অর্থাৎ যখন আপনি লিংক দিয়ে ইউজার ভিজিট  করবেন তারপর অন্য কাউকে বা ইউজার কে দেখতে সেন্ড করার পর সে যখন লিংকটি ওপেন করবে, এবং  তার সামনে একটি লক স্ক্রিন সো করবে। এবং এখানে আপনি যে মেসেজটি লিখেছেন সেই মেসেজটি তার সামনে শো করবে।

তারপর নিচে আপনারা পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, প্রথমে যে পাসওয়ার্ডটি দিবেন পরবর্তীতেও সেই একই পাসওয়ার্ডটি দিবেন.

 

এখানে আপনারা চাইলে গণিতের অংক ব্যবহার করে ক্যাপ্চা সিস্টেম করতে পারেন।

 

ধরুন আমি এখানে লিখলাম,

 

যে নিচের ক্যাপচারটি পূরণ করুন এবং সঠিক আনসার দিন। তারপর এখানে একটি সংখ্যা দিলাম যে ৫ যোগ ১০ সমান কত?

 

এবং এটার উত্তর হবে ১৫”  সেই ১৫ লেখাটি আমি দিয়ে লিঙ্ক থেকে লক করলাম, যখন আপনাকে লিংকটি দিয়ে ওপেন করানো হবে, তখন আপনার সামনে এটি শো করবে এবং যখন এটার উত্তর ১৫।

যখন আনসার পনেরো দিয়ে সাবমিট করবে তখন এই লিংক টি আনলক হয়ে যাবে।

 

ঝামেলা ছাড়াই, সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন করে আপনারা খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

এপ ডাউনলোড লিংকঃ https://tinyurl.com/LinkLockerApp1

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

আজকের পোস্টে পর্যন্ত, সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

 

 

 

 

The post Link Locker App, এবার এপ থেকেই যেকোনো ওয়েবসাইট এর লিংক লাইফ টাইম সহকারে লক করে ফেলুন। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tools/859834

0 Response to "Link Locker App, এবার এপ থেকেই যেকোনো ওয়েবসাইট এর লিংক লাইফ টাইম সহকারে লক করে ফেলুন।"

Post a Comment