অ্যান্ড্রয়েডে কীবোর্ড ও মাউস দিয়ে গেম খেলার নিয়ম।[ পার্ট 4 : লাস্ট] : “game paly ✅” - Tech Support BD -->

বিজ্ঞাপন

অ্যান্ড্রয়েডে কীবোর্ড ও মাউস দিয়ে গেম খেলার নিয়ম।[ পার্ট 4 : লাস্ট] : “game paly ✅”

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকে হতে যাচ্ছে এই সিরিজের লাস্ট পোস্ট। সেই কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেটা সবার শেষে হবে। প্রথমেই আমি দেখিয়ে দিব আপনারা কোন ” কী ” দিয়ে কোন জিনিস রাখবেন। সেটার লিস্ট নিচে দিলাম।

লিস্ট:-

ফায়ার মোড চালু বন্ধ : Tab ( না বুঝলে সবার নিছে দেখুন।)

ব্যাগ—————————ctrl
মেডকিট————————4
গ্লু ওয়াল————–muse left batton
দৌড়—————————–e
বম——————————–1
স্কোপ—————————–x
ঝাঁপ————————–(spase)
বসা——————————-z
ক্যারেক্টার স্কিল——————5
ইউজ(ভেন্ডিং মেশিন)——–b
কেনা——————————v
হেল্প (রিভাইব)————alt
ম্যাপ—————————–m
লুট——————————g,h,j
আনফলো —————-x
গান আপগ্রেড——————–6
গান ডাবল বা রেঞ্জ পরিবর্তন—-7

ফাস্ট গান——————-f
সেকেন্ডে গান—————q
থার্ড গান——————–2
ফোরথ/খালি হাত———-t
fire———-(muse rigth batton)

স্পেশাল:—-
বসা———(muse left batton)
glu——-(muse left batton)
দুইটা জায়গায় এক বাটন থাকবে। তখন (বসা+গ্লু) একসাথে হবে।

সেনসিটিভিটি:—
সেনসিটিভিটি 4 ধরনের হয়ে থেকে,
1. মাউসের
2. গেমের
3. পান্ডা এর
4. dpi

আপনি সব কমিয়ে ট্রাই করবেন। dpi বেশি করার দরকার নাই।ডিফল্ট ভাবেই থাকবে।
আপনার যে সেনসিভিটিতে হেডশর্ট বেশি লাগবে ওটাই ব্যাবহার করুন। পরে অল্প অল্প করে বাড়াবেন। আর চেষ্টা করবেন যেন দশটার বুলেটের মধ্যে আটটা থেকে নয়টাই হেডশর্ট মারার।

ফায়ার ফামোড চালু বন্ধ : Tab (ব্যবহার)

আপনার মাউসের ডানে যে বাটন ওটা দিয়ে আমরা গুলি করবো। তাই আমার তখন মাউস ব্যাবহার করতে পারবো না। যখন tab এ ক্লিক করবো তখন মাউস এর চিহ্ন চলে আসবে। আমরা সাধারণ মাউস হিসাবে ব্যাবহার করতে পারবো।আবার যখন ম্যাচ এ ঢুকবো তখন ট্যাব দিয়ে ফায়ার মোড চালু করবো।

যেভাবে tab যুক্ত করবো:-
পান্ডা লোগোতে ক্লিক করুন। ( গেমের ভিতর ) তারপর সেটিং ক্লিক করুন। এর পর muse 2 লেখায় ক্লিক করে এখানে ট্যাব দিয়ে দিন , ট্যাব সিলেক্ট হয়ে যাবে ।

কিছু সমস্যা :-

মাঝে মাঝে সমস্যা করবে, যেমন ফায়ার বাটন আটকে যায়। অর্থাৎ লক হয়ে যায় মাউস নরা নারি করলেও সোজা হয়ে থাকে। তখন আপনি ” tab ” বাটনে ডাবল ক্লিক করবেন। আর একটা সমস্যা হয়েছে স্ক্রিন অনেক আটকা আটকা কাজ করে। তখনও আপনি ডাবল ক্লিক করবেন। তাহলে ঠিক হয়ে যাবে। আর আপনি ফোন যতবার বন্ধ করবেন ততবার আপনাকে একটি এক্টিভ করতে হবে। তখন এত কিছু করা লাগবে না, শুধুমাত্র ওয়ারলেস ইউএসবি চালু করে ladb তে ঢুকলে অটোমেটিক চালু হয়ে যাবে। Just command বসে দিয়ে আবার একটিভ করে নিবেন।

তাহলে আজকে এই পর্যন্তই , পোস্ট টা ছোট হলেও অনেক খাটনি হয়েছে, তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডি এর সাথেই থাকুন…. ধন্যবাদ

The post অ্যান্ড্রয়েডে কীবোর্ড ও মাউস দিয়ে গেম খেলার নিয়ম।[ পার্ট 4 : লাস্ট] : “game paly ✅” appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tools/1581852
Related Posts