দারাজে পণ্য রিটার্ন করার নিয়ম। দারাজে কিভাবে পণ্য ফেরত দিতে হয় জেনেনিন
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা দারাজে যেকোনো পণ্য রিটার্ন করবেন। অর্ডার করার পর যদি আপনি সঠিক প্রোডাক্ট টি না পেয়ে থাকেন বা সেটা যদি আপনার জন্য ফিট না হয় তবে সেক্ষেত্রে আপনি চাইলে রিটার্ন করে প্রোডাক্টের টাকাটি বিকাশ,নগদ,রকেট বা ব্যাংক একাউন্টে বা দারাজ একাউন্টে ভাউচার হিসেবে নিয়ে নিতে পারবেন।
তো এর জন্য প্রথমে প্লেস্টোর থেকে অফিশিয়াল দারাজ অ্যাপটা ইনস্টল করে যে একাউন্ট থেকে অর্ডার করেছিলেন তা লগইন করে View All ক্লিক করুন
যে প্রোডাক্ট রিটার্ন করবেন ওটার নিচে initiate Return ক্লিক করুন
এবার I Want To Return এ যান
এবার এখানে রিটার্ন করার কারণ সিলেক্ট করুন এবং যে প্রোডাক্ট পেয়েছেন তার সর্বোচ্চ ছয়টা ছবি পর্যন্ত আপলোড করতে পারেন ও Comments এ আপনার নিজের মন্তব্য লিখুন প্রোডাক্ট সম্পর্কে তারপর Next ক্লিক
এবার প্রোডাক্ট আপনাক গিয়ে দিয়ে আসতে হবে কোথায় দিতে হবে জানতে Sellect Curier ক্লিক করুন
এবার যেকোনো একটা সিলেক্ট করে View Location ক্লিক করুন
এবার দারাজ হাব কখন থেকে কোন সময় পর্যন্ত খোলা ও বন্ধ দিন দেওয়া আছে এবং আপনার বিভাগে কোন জেলায় কোথায় দারাজ হাব আছে তা দেখেনিন
একইভাবে Redx টাও দেখবেন আপনার নিকটে কোনটা হচ্ছে। নিকট টা সিলেক্ট করে Conform এ ক্লিক করুন।
Next এ ক্লিক করুন
এবার বিকাশ,নগদ,রকেট বা ব্যাংক এ টাকা নিতে Via Bank ওটা বা দারাজ একাউন্টে ভাউচার হিসবে নিতে ক্লিক করুন
এবার যেটাতে টাকা নিবেন তা,একাউন্ট যার নামে তার নাম ও নাম্বার এবং আপনার জেলা লিখে Conform করুন। তবে অর্ডার ক্ষেত্রে আগে পেমেন্ট করেছিলেন এমনটা হলে আপনারা যে মাধ্যমে ও নাম্বার থেকে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমে ও নাম্বারটি দিবেন কারণ অন্য নাম্বার দিলেও টাকা সেটাতেই চলে আসবে।
এবার Submit ক্লিক করুন
Continue ক্লিক করুন
এবার এখানে যে সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনার নিকটস্থ দারাজ অফিসে গিয়ে প্রোডাক্ট জমা দিয়ে আসুন তবে এখানে ৪ টা প্রক্রিয়া শেষে Return Result পর টাকাটি আপনার সিলেক্ট করা মাধ্যমে চলে আসবে।
কখন কি প্রক্রিয়া চলছে তা দারাজ অ্যাপে My Return অফশন থেকে দেখতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন
বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন
The post দারাজে পণ্য রিটার্ন করার নিয়ম। দারাজে কিভাবে পণ্য ফেরত দিতে হয় জেনেনিন appeared first on Trickbd.com.
source https://trickbd.com/apps-review/1579285