[All in One]টেলিগ্রাম এর এক বটে আছে সকল ফিচার। Don’t Miss
বর্তমান আমরা মোটামুটি সবাই টেলিগ্রাম এর সাথে পরিচিত। মেসেজ এর মধ্যে অন্যতম জনপ্রিয় এটি। এবং খুবই বিশ্বস্ত মেসেজের মাধ্যমে। আচ্ছা এটা কি শুধু মেসেজিং সার্ভিসই দিয়ে থাকে? না । এর অন্যতম ফিচার টেলিগ্রাম বট। এই পোস্টে একটি ইউজফুল নিয়ে আলোচনা করা হবে। টেলিগ্রাম সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা।
টেলিগ্রাম কি?
Telegram হলো একটা বিশ্বব্যাপী ম্যাসেজিং এপ্লিকেশন যা টেকসই ও নিরাপদ ম্যাসেজিং প্ল্যাটফর্ম । এটি বিভিন্ন প্ল্যাটফর্মে উপযোগী এবং গুরুতর নিরাপত্তা বোধকারীদের জন্য একটি জনপ্রিয় । এর মাধ্যমে আপনি ম্যাসেজ, ফাইল, ছবি, ভিডিও সহ বিভিন্ন ডাকুমেন্টশেয়ার করতে পারেন এবং গ্রুপ চ্যাটে যোগ দিতে পারেন। এটা এনক্রিপ্টেড ম্যাসেজিং ও স্বতন্ত্র ব্যবহারকারীদের গোপনীয়তা বিশ্বাস করে।
টেলিগ্রাম বট কি?
টেলিগ্রাম বট হলো একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম, যা টেলিগ্রাম প্ল্যাটফর্মে চ্যাট ইন্টারফেস প্রদান করে। টেলিগ্রাম বট বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, যেমন ম্যাসেজ এক্সচেঞ্জ, সংবাদ, কার্যকর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইল সংগ্রহ,গেম ইত্যাদি। এই পোস্টে যে বট নিয়ে আলোচনা করা হবে তার নাম Functions Robot V2 । এই একটি বটেই আপনি সকল প্রয়োজনীয় টুলগুলো পেয়ে যাবেন।
Functions Robot V2 এর সকল ফিচার গুলো।
এখানে প্রায় ২০+ টুল রয়েছে। টুলগুলো উল্লেখ করা হলো হলো।
Shorten URL: যেকোনো বড় লিংক এর ইউআরএল ছোট করার কার্যকর ী টুল। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন।
Web search : এই টুলের মাধ্যমে সার্চ ইঞ্জিন/সাইটের রেজাল্ট টেলিগ্রামে বসে দেখতে পারবেন। Amazon, Google, YouTube ও Wikipedia তে সার্চ করলে যে রেজাল্ট পাবেন তা এখানে বসেই দেখতে পারবেন।
Translate : এই টুলের মাধ্যমে বিভিন্ন লেখার অনুবাদ করতে পারবেন । তবে এখানে যুক্ত করা ভাষার সংখ্যা খুবই কম।
Rename file: এর মাধ্যমে যে কোন ফাইলের নতুন করে নাম লিখতে পারবেন।
Password generator : অনলাইনের বিভিন্ন পাসওয়ার্ড তৈরির জন্য এর ব্যবহার।
Forward info : বিভিন্ন ধরনের মেসেজ ফরওয়ার্ড করার জন্য ব্যবহার।
Text into voice : লিখিত টেক্সট কে ভয়েসে রূপান্তর করার জন্য ব্যবহার।
Web screen : এই টুল ব্যবহার করে টেলিগ্রাম এ বসেই একটা ওয়েবসাইট কি রকম তা স্ক্রিনশট আকারে দেখতে পারবেন।
Crypto : এর মাধ্যমে কারেন্সি অন্য দেশের কারেন্সিতে কনভার্ট করতে পারেন।
Upload : বিভিন্ন ডকুমেন্ট আপলোড করলে সেটা লিংক তৈরি করে দিবে।
Creat QR : QR code তৈরি করতে সাহায্য করে।
Truecaller : এটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে ফোন নাম্বার থেকে তার ডিটেলস বের করে দিবে। যেটা অন্য বটগুলো থেকে এক্সপার্ট ভাবে করে।
Your info : টেলিগ্রামে লুকিয়ে থাকা আপনার নিজের সকল তথ্য আপনাকে দিবে।
Logo search : ওয়েবসাইটের লিংক থেকে এর লোগো খুঁজে বের করে দেবে।
Read Qr: Qr কোড এর বিস্তারিত তথ্য সাহায্য করবে।
Img to sticker: যেকোনো ইমেজ ফরমেট থেকে স্টিকার তৈরি করে দেবে।
Encrypt : যেকোনো লেখাকে Encrypt করে দেবে। একটি লেখা লিখলে তার কিছু কোড তৈরি হবে। আসলে এটা সম্বন্ধে আমার ধারণা নেই।
Domain tool : যেকোনো ওয়েবসাইট লিংক থেকে কিছু ইনফরমেশন দিবে।
Decrypt : No idea
Pastbin: টেলিগ্রামে বসেই pastnin ওয়েবসাইটে কিছু লিখতে পারবে ডাউনলোড করতে পারবে।
Urban dictionary: খুবই মজার একটা বিষয়। আমাদের প্রতিনিয়ত ব্যবহার করি এরকম একটা কিছু লিখলেন। সে দেখেই বলে দেবো এটা কারা করে তাদের সংস্কৃতি অর্থাৎ এই ভাষা সম্পর্কে বিস্তারিত।
Other : আরো কিছু টুল ব্যবহার করার জন্য।
Setting : সেটিংস করার জন্য।
অবশ্যই বলে যাবেন, এই বটের সবচেয়ে ভালো টুল কোনটি ছিল?
বট ব্যবহার করার পদ্ধতি।
প্রথমে টেলিগ্রাম অ্যাপস এ যাবেন।
উপরে থাকা সার্চ অপশনে Functions robot V2 লিখে সার্চ করবেন। অথবা @Functions_Robot এটা বট ইউজার নেম লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
Start অপশনে ক্লিক করে সকল রকমের ফিচার ব্যবহার করতে পারবেন।
বট এর সকল চুলগুলোর স্ক্রিনশট নিচে থেকে দেখে নিন।
আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা, ট্রিকবিডিতে এখন আর কেউ কমেন্ট করে না। পোস্টে কেউ যখন রেসপন্স করে না তখন পোস্ট লিখতে ভালো লাগেনা। একটা পোস্ট সম্পূর্ণভাবে লিখতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে। আর পোস্ট লেখার টপিক খুঁজতে তো দুই তিন দিন যায়। এত কষ্ট করে লিখে রেসপন্স না পাওয়া গেলে সত্যি অনেক খারাপ লাগে। আমি মনে করি , পোস্ট ভালো হলে সাধুবাদ জানাবো আর খারাপ হলে সমালোচনা করব এটাই হবে ট্রিকবিডির ভালোবাসার উদাহরণ।
The post [All in One]টেলিগ্রাম এর এক বটে আছে সকল ফিচার। Don’t Miss appeared first on Trickbd.com.
source https://trickbd.com/tricks/1613621
0 Response to "[All in One]টেলিগ্রাম এর এক বটে আছে সকল ফিচার। Don’t Miss"
Post a Comment