PTE পরীক্ষায় Repeat sentence এর জন্যে যেভাবে প্রুস্তুতি নিবেন - Tech Support BD -->

বিজ্ঞাপন

PTE পরীক্ষায় Repeat sentence এর জন্যে যেভাবে প্রুস্তুতি নিবেন

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলব ইংলিশ দক্ষতা টেস্ট PTE নিয়ে। আজকে আমরা PTE এর স্পিকিং মডিউল এর Repeat Sentence টপিক নিয়ে আলোচনা করবো । স্পিকিং মডিউল এ সর্বমোট 90.5 নাম্বার থাকে , যার মধ্যে Repeat Sentence টপিক এর মধ্যেই 56 নাম্বার থাকে । টোটাল PTE পরীক্ষার মধ্যে এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিক । এটির স্কোর এ আই দ্বারা এনালাইসিস করা হয়ে থাকে। যার কারণে কিছু টেকনিক অবলম্বন করতে হবে ভালো নাম্বার তলার জন্যে। 

Repeat Sentence কি ?

এই অংশে আপনাকে তিন থেকে ছয় সেকেন্ডের একটি বাক্য শোনানো হবে। যা আপনাকে সঠিকভাবে পুনরায় বলতে হবে। এখানে আপনার শোনার ক্ষমতা, উচ্চারণ এবং শব্দ ভান্ডার যাচাই করা হয়। সাবলীলতার সাথে বলা এবং বাক্যের সঠিক কাঠামো বজায় রাখতে হবে।

 

Repeat Sentence টপিকে ভালো করার উপায়:

Fluency অথবা সাবলীলতা ঠিক রেখে আপনাকে পুরো বাক্যটি বলতে হবে।

  • মানিয়ে নেওয়া-  প্রতিদিন কিছু বাক্য শোনার চেষ্টা করুন এবং তা পুনরায় বলার চেষ্টা করুন। কিছু কঠিন শব্দ যদি উচ্চারণ করতে ঝামেলা হয় তাহলে সেগুলো নিয়ে কাজ করুন এবং সেগুলো শেখার চেষ্টা করুন।
  • লিসেনিং স্কিল- প্রতিদিন ইংরেজি নিউজ অথবা পডকাস্ট দেখুন। তাহলে লিসেনিং স্কিল বৃদ্ধি পাবে। বিভিন্ন অ্যাকসেন্ট শোনার চেষ্টা করুন। যেমন – ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান। যাতে বিভিন্ন ধরণের উচ্চারণের সঙ্গে আপনি পরিচিত হতে পারেন এবং সেগুলো বলতে পারেন। 
  • মনে রাখা- পুরো বাক্যটি শোনার পর  ভাগ ভাগ করে মনে রাখার চেষ্টা করুন। যদি সহজ বাক্য হয় তাহলে ভিজ্যুয়াল টেকনিক ব্যবহার করে চিত্রের মাধ্যমে মনে রাখতে পারেন। 
  • প্র্যাকটিস করা- রিপিট সেন্টেন্স যেহেতু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তাই আপনাকে এটি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে বিভিন্ন প্র্যাকটিস পোর্টাল থেকে। 
  • সময়-  রিপিট সেন্টেন্স খুব তাড়াতাড়ি বলতে হবে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই। স্পিকিং মডিউলে অনেকগুলো রিপিট সেন্টেন্স আসবে ।

 

অনেক সময় কিছু কঠিন বাক্য এসে থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য টেকনিক অবলম্বন করতে হবে। যদি ছয় সেকেন্ডের বেশি বড় বাক্য আসে তাহলে সেটাই কঠিন হিসেবে ধরা হয়। সে ক্ষেত্রে আপনি বাক্যটির ৬০% মনে রাখার চেষ্টা করবেন। বাক্যটির অর্ধেক Fluency অথবা সাবলীলতার সাথে বলে দিলে ভালো মার্ক পাওয়া যাবে। যদি সম্ভব হয় আপনি বাক্যটি মনে রাখার চেষ্টা না করে আগে বাক্যটি বোঝার চেষ্টা করবেন। তারপর আপনি বাক্যটি বলে দিবেন। বড় বাক্যের ক্ষেত্রে বাক্যের প্রথমের দিকের অংশ অথবা শেষের দিকের অংশ মনে রাখবেন এবং বলে দিবেন ।

 

বাক্যের মধ্য কোনভাবেই কোন ধরনের বিরতি নেওয়া যাবে না।  বিরতি নিলে আপনার মার্ক কমে যাবে। রিপিট সেন্টেন্স এর মার্ক লিসেনিং মডিউলেও কনট্রিবিউট করে থাকে। Repeat Sentence প্র্যাকটিস করার জন্য অনলাইনে ভালো কিছু ওয়েবসাইট রয়েছে। এরমধ্য আমার জানা মতে সবচেয়ে ভালো হলো Apeuni। এতে প্র্যাকটিস করার জন্য অথবা মক টেস্ট দেওয়ার জন্য  প্রিমিয়াম প্যাকেজ কিনতে হয়।

The post PTE পরীক্ষায় Repeat sentence এর জন্যে যেভাবে প্রুস্তুতি নিবেন appeared first on Trickbd.com.



source https://trickbd.com/education/2616693
Related Posts