মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন প্রফেশনাল ভাবে কোনো এপ ডাউনলোড ছাড়াই
আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের সাথে প্রয়োজনীয় একটি বিষয় জানানোর জন্য আরো একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। টাইটেল দেখেই বুঝেছেন আশা করি যে কি বিষয়ে লিখতে যাচ্ছি আজকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নিজের মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন তাও কোনো এপ ডাউনলোড ছাড়া।
আমাদের প্রায়ই অনেক ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। যেমন: সিভি তৈরির ক্ষেত্রে, কোনো অনলাইন ফর্ম ফিল আপ এর জন্য ইত্যাদি কাজের জন্য। কিন্তু নিজের ফোনে পাসপোর্ট সাইজ কিংবা প্রফেশনাল ভাবে তৈরি পাসপোর্ট সাইজ ছবি থাকে না। আবার এগুলো প্রায় সবই ফরমাল কাজ এর জন্য লাগে তাই ইনফরমাল ড্রেস পড়েও ছবি সেখানে দেওয়া যায় না।
এরকম অবস্থা এড়াতে আপনাদের জন্য আজকের এই পোস্ট লেখা। এই পোস্ট টি পড়ে আপনারা খুব সহজেই মাত্র ৪-৫ মিনিটের মধ্য আপনার নিজের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন হাতের মোবাইল দিয়েই তাও আবার প্রফেশনালদের মতো করে সাথে ফরমাল ড্রেস ও ব্যবহার করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মেইন টপিকে যাওয়া যাক।
পোস্ট এর বাকি অংশ পড়ার আগে আপনাদের আগে একটা সেম্পল দেখিয়ে নেই এই কাজটি করার পর একটা সাধারণ ছবিকে পাসপোর্ট সাইজের ছবি বানালে কেমন দেখাবে।
তো এই কাজটি করা হয়েছে সম্পূর্ণ মোবাইল দিয়ে এবং কোনো প্রকার বাড়তি এডিট এর ঝামেলা ছাড়া ছোট্ট একটি উপায়ে। নিচে আমি আপনাদের সেই নিয়মটাই বিস্তারিত ভাবে বলছি।
প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজ ছবি মোবাইল দিয়ে তৈরি করার নিয়ম
এই কাজটি করার জন্য আমরা একটা Ai বেসড ওয়েবসাইটের সাহায্য নিবো। আপনারা জানেন নিশ্চয়ই বর্তমানে Ai দিয়ে অনেক কাজই করা হচ্ছে। তাই আমরা বাড়তি ইডিট এর ঝামেলা না করে সরাসরি Ai এর সাহায্য নিয়ে এই কাজটি করবো।
তবে এই কাজ করার আগে আপনাদের ফোনে অন্তত আপনার একদম সোজাভাবে তোলা কোনো ছবি থাকা লাগবে। কারণ পাসপোর্ট সাইজের ছবি বাকা হয় না। তো সোজা ভাবে ছবি তোলা বলতে কি বুঝাইছি তা আপনারা উপরের সেম্পল ছবির before ছবিটি দেখে আশা করি আন্দাজ করতে পারছেন। তো যদি এইটা আপনার ফোনে আগে থেকে থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপ শুরু করবো।
১. প্রথমেই আপনারা cutout.pro এই ওয়েবসাইট চলে যান।
২. ওয়েবসাইটে যাওয়ার পর নিচ দিক থেকে এমন কিছু আসবে, যেখানে আপনাদের ফোনের ইমেইল গুলো শো করবে। তো সেখান থেকে একটা ইমেইল সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ করবেন। এটা মূলত এই সাইটে লগ ইন করা হলো। (লগ ইন না করলে পড়ে আবার করা লাগবে, তাই আগে থেকে করাই ভালো)
৩. এরপর আপনারা এই সাইটে অনেক অপশন পাবেন ছবি এডিট করার। তবে আমাদের বর্তমানে দরকার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার টুলস এর। এর জন্য আপনাদের অনেকটা নিচে স্ক্রল করে হবে। তাহলে নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। সেখানে ক্লিক করে দিবেন। [এই পাসপোর্ট সাইজ ছবি তৈরির টুলস অনেকটা নিচে থাকায় অনেকের খুজতে অসুবিধা হতে পারে, তাই আমি সরাসরি এই টুলস এর লিংক দিয়ে দিচ্ছি- এখানে ক্লিক করে ডিরেক্ট এই টুলস এ যান]
৪. আপনারা স্ক্রল করে খুজে বের করে কিংবা ডিরেক্ট লিংক যেটা থেকেই এই টুলস এ যান, গেলে সেখানে নিচের স্ক্রিনশট এর মতো দেখাবে। সেখানে আপনারা Upload বাটনে ক্লিক করে গ্যালারি থেকে কাঙ্খিত ছবিটি এড করে নিবেন।
৫. ছবি এড করার পরে একটু লোড নিয়ে নিচের মতো আসবে। সেখান থেকে স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।
৬. এরপর সেখান থেকে কিছু অপশন পাবেন সেখানে একটু স্ক্রল করলেই Bangladesh Passport size photo অপশন পাবেন, সেটা সিলেক্ট করবেন।
৭. এবার আবারো নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করুন।
৮. এবার দেখবেন এখানে কিছু কালার দেখাবে। এগুলো মূলত ব্যাকগ্রাউন্ড এর কালার। তো সেখান থেকে যে কালার চান সেটা এড করে দিবেন। বাংলাদেশে মূলত ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাদা আর নীল রংটাই ব্যবহৃত হয়। সেখান থেকে পছন্দ মতো রঙ সিলেক্ট করুন।
৯. এরপর আবার নিচের স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিন।
১০. এবার দেখবেন এখানে অনেক ড্রেস শো করছে। সেখান থেকে আপনারা অনেক ড্রেস এর অপশন পাবেন। সেখান থেকে যেটা খুশি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বাচ্চাদের স্কুল এর জন্য ছবি বানাতে চাইলে Children’s অপশনে গেলে স্কুল ড্রেস এর ছবিও পাবেন। তবে আমি এখান থেকে একটা ড্রেস সিলেক্ট করলাম। ড্রেস সিলেক্ট করলে কিছুটা লোড নিবে (৮-১০ সেকেন্ড)।
১১. এবার দেখুন আমাদের পাসপোর্ট সাইজ ছবি রেডি। এবার পালা এটাকে ডাউনলোড করার। এরজন্য Done বাটনে ক্লিক করুন
১২. তারপর Download HD তে ক্লিক করুন।
১৩. এবার ডাউনলোড অপশন চলে আসবে। সেখান থেকে ডাউনলোড করে নিন।
তো এইভাবে আপনারা খুব সহজেই নিজের পাসপোর্ট সাইজ ছবি নিজেই তৈরি করতে পারবেন। তাছাড়া এই ওয়েবসাইটে কোনো প্রকার এডস নেই। ফলে বার বার পপ আপ এড এসে অন্য সাইটে নিয়ে যাওয়ার ঝামেলাও নেই। ৪-৫ মিনিটেই এইরকম পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবেন খুব সহজেই।
তো আশা করবো পোস্ট টি আপনাদের কাজে লাগবে। আজকের পোস্ট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। আল্লাহ হাফেজ।
The post মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন প্রফেশনাল ভাবে কোনো এপ ডাউনলোড ছাড়াই appeared first on Trickbd.com.
source https://trickbd.com/android-tips/3005631
0 Response to "মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন প্রফেশনাল ভাবে কোনো এপ ডাউনলোড ছাড়াই"
Post a Comment