ফ্রি ডোমেইন এবং ১ ডলারে ডোমেইন অফার! [HOT OFFER] - Tech Support BD -->

বিজ্ঞাপন

ফ্রি ডোমেইন এবং ১ ডলারে ডোমেইন অফার! [HOT OFFER]

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন।

বর্তমান সময়ে অনলাইনের সাথে যুক্ত সবার জন্যই একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন হয়ে পড়েছে। সেটা হতে পারে একটি ব্লগ, ই-কমার্স সাইট, কিংবা যেকোনো ধরনের ওয়েবসাইট।

ডোমেইন পরিচিতিঃ

একটি ওয়েবসাইট তৈরি করতে গিয়ে দুটি বিষয় গুরুত্বপূর্ণ—এর মধ্যে অন্যতম একটি হলো একটি ব্র্যান্ডেড, ইউনিক নাম বা ডোমেইন। আমরা এই ডোমেইন বিভিন্ন ওয়েবসাইট ও প্রোভাইডারদের কাছ থেকে বিভিন্ন মূল্যে পেয়ে থাকি। তবে থার্ড-পার্টি প্রোভাইডারদের কাছ থেকে ডোমেইন কিনতে গেলে অনেক ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়, বিশেষ করে রিনিউ করার সময়।

এরপর রয়েছে ডোমেইনের চড়া মূল্য। অনেকেই যারা নতুন ব্লগিং শুরু করছেন বা ছোটখাটো কোনো বিজনেস চালু করতে যাচ্ছেন, তারা ডোমেইন কিনতে আগ্রহ হারিয়ে ফেলেন। তবে এই নভেম্বর মাসে ফ্রি ডোমেইন এবং 1$ ডোমেইন অফার নিয়ে বেশ কিছু ভেরিফাইড, সুপরিচিত প্রোভাইডার দারুণ অফার দিচ্ছে।

ফ্রি ডোমেইন ও সস্তা ডোমেইন:

WHC.ca: মাত্র ৭৫৳ (প্রায় $0.72 সেন্টে) ডোমেইন

কানাডিয়ান IP ব্যবহারকারীদের জন্য WHC.ca দিচ্ছে মাত্র ৭৫ টাকায় ডোমেইন রেজিস্ট্রেশনের সুযোগ। তবে এটি পেতে হলে আপনাকে কানাডিয়ান IP এবং প্রাসঙ্গিক তথ্য দিতে হবে।

ডিসকাউন্টের জন্য ব্যবহার করুন কুপন কোড: BF2024COM

free .com domain
 নিতে ভিজিট করুন whc.ca ওয়েব সাইটে।

One.com: মাত্র $2 ডলারে ডোমেইন

যারা সাশ্রয়ী মূল্যে ডোমেইন খুঁজছেন, তাদের জন্য One.com একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। মাত্র $2 ডলারে আপনার পছন্দের ডোমেইন নিবন্ধন করুন।


তবে মনে রাখবেন, এটি প্রথম বছরের জন্য প্রযোজ্য।এরপর রিনিউয়াল খরচ কিছুটা বেশি হতে পারে। আর এদের ইফার ২ দিন পর পরই আসে, যদি এভেইলেবল না থাকে তাহলে অয়েট করেন বা  names.co.uk দেখতে পারেন। এদেরও সেম অফার। তবে স্প্যাম করা যাবেনা।

Namecheap: ফ্রি .site এবং সস্তায় .COM ডোমেইন

  • .site ডোমেইন ফ্রি পেতে পারেন, তবে iCANN ফি হিসেবে মাত্র $0.18 সেন্ট দিতে হবে। কুপন কোড: FALL24WINBCK
  • .com ডোমেইন মাত্র $6.49 সেন্টে পাওয়া যাচ্ছে।

.pp.ua ডোমেইন: একদম ফ্রি রেজিস্ট্রেশনের টিপস

আপনার ব্যক্তিগত ব্লগ বা প্রজেক্টের জন্য .pp.ua ডোমেইন একদম ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগ দিচ্ছে NIC.UA।

  • NIC.UA ওয়েবসাইটে যান।
  • .pp.ua ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পূরণ করুন।
  • আপনার প্রয়োজনীয় তথ্য সাবমিট করে ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

🔥 Hostinger: মাত্র ৬৫০৳ ($4.9 ডলারে) .com ডোমেইন 🔥

হোস্টিংগার একটি সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তাদের বর্তমান অফার, মাত্র ৬৫০৳ বা $4.9 ডলারে আপনি .com ডোমেইন নিয়ে নিতে পারবেন।

এটার পেমেন্ট আপনারা চাইলে আপনাদের Redotpay কার্ড দিয়ে করতে পারবেন।

আমি অলরেডি কিনেছি। আমার কাছে প্রাই, ১৩ টি কার্ড রয়েছে। চাইলে যে কাউকে পেমেন্ট করে দেওয়া যাবে।
আগে ডোমেইন কিনে দিব, তারপর টাকা পরিশোধ করবেন।

মনে রাখবেন, উপরের প্রায়, সকল অফার গুলা ব্ল্যাক ফ্রাইডে ডিল, তাই জলদি নেওয়া লাগবে।

ফ্রিতে ডোমেইন গিভওয়ে!

আমার চ্যানেল  @techdoorbd চ্যানেলে আজকের দিনেই ফ্রি ডোমেইন গিভওয়ে হবে। যারা এই সুযোগ নিতে চান, দ্রুত চ্যানেলে জয়েন করুন এবং নিজের ফ্রি  ডোমেইন টি নিয়ে নিন।

সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে, চাইলে আমার ওয়েব সাইট ভিজিট করতে পারেন ফ্রি স্ক্রিপ্ট এর জন্য,  Donegrab এবং নিত্য নতুন টিপস সবার আগে পেতে itjanun এ।

আল্লাহ হাফেজ


The post ফ্রি ডোমেইন এবং ১ ডলারে ডোমেইন অফার! [HOT OFFER] appeared first on Trickbd.com.



source https://trickbd.com/website/2771649

Related Posts

0 Response to "ফ্রি ডোমেইন এবং ১ ডলারে ডোমেইন অফার! [HOT OFFER]"

Post a Comment