ASCII আর্ট তৈরী করুন ৩০ সেকেন্ডে। [ ২টা পদ্ধতি] - Tech Support BD -->

বিজ্ঞাপন

ASCII আর্ট তৈরী করুন ৩০ সেকেন্ডে। [ ২টা পদ্ধতি]

Ariyan Ahmed Akash

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন পোস্ট নিয়ে।

আমরা বিভিন্ন জায়গায় এ ধরনের টেক্সট দেখে থাকি।
এটা কে বলা হয় ASCII টেক্সট।

চলুন ঝটপট শিখেনেই কিভাবে এটা করতে হয়।

আমি আজকে দুইটি পদ্ধতি দেখাবো।

পদ্ধতি – ১

প্রথমে আপনার যেকোনো ব্রাউজার থেকে এই লিংক ওপেন করেন।

ASCII TEXT LINK

এবার এরকম একটি পেজ পাবেন ।

এবারে আপনি আপনার টেক্সটে এখানে বক্সে লিখে দিলে, টেক্সটি আর্ট এ পরিণত হবে ।
এবার TEST ALL এ ক্লিক করলে সব গুলো আর্ট তৈরী হয়ে যাবে।

এবার এগুলো কপি করে আপনার ইচ্ছে মত ব্যবহার করুন।

পদ্ধতি – ২

এটার জন্য আপনার দরকার হবে ট্য অ্যান্ড্রয়েড অ্যাপ।
কোথায় পেলে স্টোর থেকে সার্চ দিবেন “Ascii art generator”
তারপর এই app টি ইনস্টল দিবেন।

অথবা সরাসরি এই লিংক থেকেও app টি ডাউনলোড করতে পারবেন।

APP link

অ্যাপটি INSTALL হয়ে গেলে এটি ওপেন করবেন ।
তারপর THREE ডট এ ক্লিক দিলে এমন একটা পেজ পাবেন।

এবার big টেক্সট এ ক্লিক দিন।

বক্স এ নাম লিখে দিলে আর্ট তৈরী হয়ে যাবে।

কপি করে ইচ্ছে মতো ব্যবহার করুন ।

আজকের পোস্ট এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।

The post ASCII আর্ট তৈরী করুন ৩০ সেকেন্ডে। [ ২টা পদ্ধতি] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/PJl8FIM

0 Response to "ASCII আর্ট তৈরী করুন ৩০ সেকেন্ডে। [ ২টা পদ্ধতি]"

Post a Comment